• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

প্রকাশিত: ১৬:০১, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

টেস্টের পর এবার টি-টোয়েন্টি। চট্টগ্রামে আজ শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। 

সফরকারী আয়ারল্যান্ডকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগাররা। লাল বলের লড়াই শেষে দুই দল নামছে সাদা বলে ২০ ওভারের ম্যাচে। টি-টোয়েন্টি সিরিজেও জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ আইরিশদের বিপক্ষে। 

সফলভাবে সিরিজটা শেষ করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকেই এগিয়ে যেতে চান টাইগার কোচ। সে লক্ষ্যে শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করেছেন ফিল সিমন্স। তবে টি-টোয়েন্টিতে জায়ান্ট কিলার আয়ারল্যান্ড। নিয়মিতই বড় দলগুলোর জন্য মাথা ব্যাথার কারণ হয়ে থাকে আইরিশরা। 

সাগরিকার এই মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের অভিজ্ঞতাটাও সুখকর নয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো তারা। তাই এই সিরিজে চ্যালেঞ্জ থাকছে লিটন দাসের দলের। তাছাড়া বিসিবির নির্বাচিত দল নিয়েও অসন্তুষ্টি আছে টাইগার ক্যাপ্টেনের। শামিম পাটোয়ারিকে দলে নিতে চেয়েছিলেন লিটন। কিন্তু দল ঘোষণার আগে অধিনায়কের সাথে আলোচনা করেননি নির্বাচকরা, অভিযোগ তার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2