বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড সংগ্রহ গড়লো আয়ারল্যান্ড
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে আয়ারল্যান্ড। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে জ্বলে উঠেছে আইরিশরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস শেষ করেছে। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৮২ রান।
এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এর চেয়ে বেশি রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি জয়ের উদাহরণ মাত্র একটি। ২০১৪ বিশ্বকাপে ১৯০ রানের লক্ষ্য ছুঁয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান হয়ে গেছে আয়ারল্যান্ডের। আগের সর্বোচ্চ ১৪৫/৬, ২০১২ সালে বেলফাস্টে।
তানজিম হাসানের করা শেষ ওভারে দুটি ছক্কা মারা হ্যারি টেক্টর ৪৫ বলে করেছেন অপরাজিত ৬৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান তার ভাই টিম টেক্টরের।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তানজিম হাসান। শরিফুল ৪২ রানে ১টি, আর রিশাদ ৩৪ রানে একটি উইকেট নিয়েছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: