• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে উড়ছে আর্সেনাল, ঘাম ঝরছে রিয়ালের

প্রকাশিত: ১৬:৩১, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চ্যাম্পিয়নস লিগে উড়ছে আর্সেনাল, ঘাম ঝরছে রিয়ালের

ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয়ে আর্সেনাল এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে। তবে অলিম্পিয়াকোসের মাঠে রিয়াল মাদ্রিদকে জয় পেতে ঘামা ঝরাতে হয়েছে। কিলিয়ান এমবাপ্পের চার গোলে রেকর্ড চ্যাম্পিয়নদের জয় ৪-৩ ব্যবধানে। 

এমিরেটস স্টেডিয়ামে বুধবার আর্সেনালকে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে নেন জুরিয়েন টিম্বার। ৩২ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেনার্ট কার্ল। দ্বিতীয়ার্ধে লড়াই একপেশে করে ফেলে স্বাগতিকরা। ৬৯ মিনিটে ননি মাদুয়েকে গানারদের লিড এনে দেওয়ার পর ৭৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ৩-১'এ জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগ লিডাররা। 

জার্মান বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। সমান পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি দুইয়ে, ইন্টার মিলান তিনে ও রিয়াল মাদ্রিদ চারে রয়েছে।

রিয়াল এদিন অলিম্পিয়াকোসের মাঠে অস্টম মিনিটে পিছিয়ে পড়ে ২২ মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে। ফরাসি ফরোয়ার্ড ২৪ ও ২৯ মিনিটে আরও দুটি গোল করে চলতি আসরে তার দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন। প্রথমটি ছিলো কায়রাত আলমাতির বিপক্ষে। 

৫২ মিনিটে গ্রিক ক্লাবটি দ্বিতীয় গোল করার পর এমবাপ্পে ছয় মিনিট পর তিন গোলের ব্যধধান পুনরুদ্ধার করেন। চলতি আসরে পাঁচ ম্যাচে গোল হলো তার সর্বোচ্চ নয়টি। ৮১ মিনিটে স্বাগতিকরা ব্যবধান ৪-৩'এ কমিয়ে আনলে এই ব্যবধানেই জয়ের স্বস্তি পায় রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2