টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
টস করছেন দুই অধিনায়ক লিটন দাস ও পল স্টার্লিং। ছবি- বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করলো বাংলাদেশ। টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিং করছে সফরকারী আয়ারল্যান্ড।
দুই টেস্টের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী টাইগাররা। লাল বলের লড়াই শেষে দুই দল নামছে সাদা বলে ২০ ওভারের ম্যাচে। টি-টোয়েন্টি সিরিজেও জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ আইরিশদের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লকরান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডাইর, ব্যারি ম্যাকগার্থি, ম্যাথু হাম্ফারিস ও জস লিটল।
বিভি/এজেড




মন্তব্য করুন: