• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পিএসজির জয়ের রাতে বিধ্বস্ত লিভারপুল, ঘরের মাঠে ৪ গোল হজম! 

প্রকাশিত: ১৬:২২, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পিএসজির জয়ের রাতে বিধ্বস্ত লিভারপুল, ঘরের মাঠে ৪ গোল হজম! 

ভিতিনিয়ার হ্যাটট্রিকে টটেনহামকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় স্থানে উঠেছে পিএসজি। বুধবার ঘরের মাঠে দুই বার পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ৫-৩ ব্যবধানে। আরেক ইংলিশ ক্লাব লিভারপুল ঘরের মাঠে পিএসভির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে। 

গত মৌসুমের ইউরোপা লিগজয়ী টটেনহামের বিপক্ষে উয়েফা সুপার কাপে টাইব্রেকারে জয় পাওয়া পিএসজি প্যারিসে এদিন ৩৫ মিনিটে পিছিয়ে পড়ে। টটেনহামের গোলদাতা রিশার্লিসন। ৪৫ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। 

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে টটেনহাম কোলো মুয়ানির গোলে ফের এগিয়ে গেলে ৫৩ মিনিটে ভিতিনিয়া আবার সমতায় ফেরান স্বাগতিকদের। এরপর ৫৯ মিনিটে ফাবিয়ান রুইস ও ৬৫ মিনিটে উইলিয়ান পাচোর গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। 

৭২ মিনিটে টটেনহামের মুয়ানি ম্যাচে তার দ্বিতীয় গোল করলে চার মিনিটের মধ্যে ভিতিনিয়া সফল স্পট কিকে তার হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন। 

পাঁচ খেলায় ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদকে গোল ব্যবধানে পেছনে ফেলে পিএসজি দ্বিতীয় স্থানে উঠলেও টটেনহাম ৮ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে নেমেছে। 

এই রাউন্ডে লিভারপুলকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ ক্লাব পিএসভি আন্দোভেন। লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমেছে। এক পয়েন্ট কম নিয়ে পিএসভি/র অবস্থান ১৫ নম্বরে। পূর্ন ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2