• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ঢাকায় নয়, কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর

প্রকাশিত: ২২:০০, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় নয়, কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর

আগামীকাল শুক্রবার থেকে (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটি। আসরের উদ্বোধনী দিনেই গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২ টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

এদিকে, কাল সিলেটে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের মাঠের লড়াই। কিন্তু এর আগেই বদলে গেল এক দলের মালিকানা। চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকছে না ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটি। ফলে দায়িত্ব নিতে হচ্ছে বিসিবিকে।

জানা যায়, বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের চুক্তির অন্তত ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। এর মধ্যে রংপুর রাইডার্স আরও এক ধাপ এগিয়ে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। সিলেট টাইট্যান্স, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসও ২৫ শতাংশ করে পরিশোধ করেছে।

উল্লেখ্য, প্রতিবার ঢাকায় বিপিএল আয়োজন করা হলেও এবার সিলেট থেকে বিপিএলের যাত্রা শুরু হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা যায়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা বাস্তবতা বিবেচনায় নিয়েই রাজধানীতে হচ্ছে না বিপিএল। ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাড়তি নিরাপত্তা ঝুঁকি- সব মিলিয়েই সিলেটকে বেছে নেওয়া হয়েছে নিরাপদ বিকল্প হিসেবে। তবে, নিরাপত্তা ইস্যুর বাইরেও বিপিএলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি সংকট।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2