বিপিএলে শোক: মাঠেই লুটিয়ে পড়লেন সহকারী কোচ, হার্ট অ্যাটাকে মৃত্যু
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম আপ করছিলেন। কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন মাহবুব আলী জাকিও। এ সময় আচমকা অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই টিম স্টাফরা তাকে ঘিরে ধরেন এবং প্রাথমিকভাবে সিপিআর দেওয়া হয়।
পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি পুরো স্টেডিয়ামজুড়ে গভীর শোকের আবহ তৈরি করে। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচিং পেশার সঙ্গে যুক্ত থাকা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: