জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোয় রাফিনহা ঝড়, সুপার কাপ বার্সেলোনার
ছবি: সংগৃহীত
জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোয় রাফিনহা ঝড়। তার জোড়া আঘাতে তছনছ রিয়াল মাদ্রিদ। সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা হাতে নিলো বার্সেলোনা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি রিয়াল-বার্সা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে তিল ধারণের ঠাই নাই। প্রথম আধাঘন্টা কাটলো গা গরম আর এলোমেলো ফুটবলে। তবে প্রথমার্ধের শেষ ১৫ মিনিট সমর্থকদের নিশ্বাস বন্ধ হওয়ার যোগার। ৩৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। পরের মিনিটেই করলেন প্রায়শ্চিত্য। কপিবুক শটে বল পাঠালেন রিয়ালের জালে। পরের দশ মিনিট নিরুত্তাপ। ৪৬ মিনিটে ভিনিসিয়ুস ম্যাজিক। ড্রিবল গতির অপূর্ব নিদর্শনে বল পেলো জালের ঠিকানা। সমতায় রিয়াল। দুই মিনিট পর দৃশ্যপটে হাজির লেভানডোভস্কি। মাদ্রিদ ডিফেন্সে বল পেলেন পোলিশ স্ট্রাইকার। তার আলতো টোকায় আবারো লিড বার্সার। কিন্তু সেটাও মাত্র ২ মিনিটের জন্য। কর্ণার কিক থেকে বার্সেলোনার ডি বক্সে জটলা। গঞ্জালো গার্সিয়ার ভুল হয়নি। দ্বিতীয়বার সমতায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে আরো একবার ডেড লক ভাংলেন রাফিনহা। ৭৩ মিনিটে এই ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল। এরপর রিয়াল মাদ্রিদ একাধিকবার সুযোগ পেয়েছে সমতায় ফেরার। বার্সেলোনা পেয়েছে লিড বাড়ানোর সুযোগ। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে সুপার কাপের শিরোপা বার্সার।
বিভি/এআই




মন্তব্য করুন: