টানা তিন ম্যাচে হারলো রংপুর, পয়েন্ট টেবিলের দুইয়ে সিলেট
সিলেট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ১১৪ রানে অল আউট হয়েছে রংপুর রাইডার্স। এমন ক্ষীণ সংগ্রহের পর ছয় উইকেটে ম্যাচটি হারায় রংপুর। সিলেটের পারভেজ হোসেন ইমনের অপরাজিত হাফ সেঞ্চুরির বদৌলতে তারা সহজেই জয় অর্জন করে। এই জয়ের মাধ্যমে সিলেট দশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে।
বর্তমানে ৯ ম্যাচে ৫টি জয় নিয়ে সিলেট সফল। অন্যদিকে, রংপুর ৮ ম্যাচে ৪টি জয় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এটি তাদের জন্য টানা তৃতীয় ম্যাচের পরাজয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরু থেকেই ব্যাটারদের মধ্যে আসা-যাওয়ার খেলা চলছিল।
কাইল মায়ার্স শূন্য রানে ফিরে আসেন এবং তাকে দ্বিতীয় ওভারে বিদায় করেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারে, তাওহীদ হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শহিদুল ইসলাম। পাওয়ারপ্লেতে ১২ বলে ২২ রান করা লিটন দাসকেও বোল্ড করেন শহিদুল।
রংপুর প্রথম তিন উইকেট ২৭ রানেই হারায়। এরপর ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহ কিছুটা এগিয়ে নিয়ে যায় দলকে। ইফতিখার ২০ বলে ১৭ রান করে মঈন আলীর বলে ফিরে গেলে রংপুর আবার বিপদে পড়ে।
২৪ বলে ৩০ রান করা খুশদিল রান আউট হলে সিলেটের বিপক্ষে ৭৬ রানে পাঁচটি উইকেট হারায় রংপুর। শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ২৩ বলে ২৯ রানের ইনিংসে ১১৪ রানে পৌঁছায় তারা।
এই লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট ৬.৪ ওভারে ৫৪ রান তোলে। ২২ বলে ৩৩ রান করে সুফিয়ান মুকিমের বলে তৌফিক ফিরে যান। ২৬ বলে ২১ রান করে নাঈম হাসানের বলে ফিরে যান আরিফুল। এরপর আফিফ হোসেন দলকে জয় থেকে এক ধাপ দূরে নিয়ে আউট হন।
নাহিদ রানার বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন আফিফ, যিনি ১৫ বলে ১২ রান করেন। পরের বলেই নাহিদ ইথান ব্রুকসকে দারুণ এক ইন সুুইংয়ে বোল্ড করেন। শেষদিকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ইমন, ৪১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।
বিভি/এজেড




মন্তব্য করুন: