বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকির তিনটি কারণ দেখিয়ে চিঠি দিয়েছে আইসিসি
মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকলে ঝুঁকি বাড়বে, সমর্থকরা বাংলাদেশের জার্সি পরলে শঙ্কায় পড়তে পারেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের কারণে কিছুটা ঝুঁকি রয়েছে। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা দল।
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে পরিদর্শনের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বাংলাদেশ আইসিসির কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি করেছে। তারা কলকাতার ম্যাচগুলো সরানোর বিষয়ে কিছু উল্লেখ করেননি, তাই ভারত বা আইসিসি যদি অমন পরিকল্পনা করে, তারা তা মেনে নেবেন না।
আসিফ নজরুল বলেন, "আইসিসিকে চিঠি দিয়েছি, আমরা এখন তাদের উত্তর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় জানাতে চাই, আইসিসির নিরাপত্তা দলের পক্ষ থেকে একটি চিঠি এসেছে।"
আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। একটি হল মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, দ্বিতীয়টি হলো কোনো বাংলাদেশী দর্শক যদি জাতীয় দলের জার্সি পড়ে ঘোরাফেরা করেন এবং তৃতীয়টি হল বাংলাদেশের আসন্ন নির্বাচনের কারণে কিছুটা ঝুঁকি রয়েছে। এই কারণেই বাংলাদেশকে সতর্ক করেছে আইসিসি।
আসিফ নজরুল বলেন, "চিঠিতে বলা হয়েছে, যদি মুস্তাফিজ বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হন, কিংবা সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন, এবং নির্বাচন যত এগিয়ে আসবে, তত বেশি নিরাপত্তা ঝুঁকি বাড়বে।"
তিনি মনে করেন, আইসিসির এই চিঠির পর স্পষ্ট হচ্ছে যে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নিরাপদ নয়। বাংলাদেশ নিজেদের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপে অংশ নেবে না। দর্শকদের জার্সি পরিধান না করার নির্দেশনাকে তিনি আইসিসির অযৌক্তিক ও অবাস্তব দাবি হিসেবে বর্ণনা করেছেন।
নতুন পরিস্থিতিতে আসিফ নজরুল জানান, "নিরাপত্তা দলের এমন বক্তব্য অবশ্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতি নেই। যদি আইসিসি আশা করে যে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করব, এবং সমর্থকরা জার্সি পরে ঘোরাবে না, তাহলে এটি অত্যন্ত অযৌক্তিক দাবি।"
বিভি/এজেড




মন্তব্য করুন: