• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিশাল জয়ে টেস্ট ‘বিশ্বকাপ’ শুরু শ্রীলংকার

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৫৭, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বিশাল জয়ে টেস্ট ‘বিশ্বকাপ’ শুরু শ্রীলংকার

ছবি: টুইটার

প্রথমবার চালু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেনি শ্রীলংকা। তবে দ্বিতীয় টেস্টের সেরা দল নির্ধারণের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে লংকানরা। শেষদিনের শুরুতে তাঁরা তুলে নিয়েছে ১৮৭ রানের বিশাল জয়।

গলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দেন তিনি। প্রথম ইনিংসে খেলেন ৩০০ বলে ১৫ চারে ১৪৭ রানের ঝলমলে ইনিংস। পাথুন নিশাঙ্কা‘র সংগে ১৩৯ রানের জুটি গড়েন তিনি। নিশাঙ্কা ফিরে যাওয়ার আগে করেন ৫৬ রান।

মিডল অর্ডারে ধনাঞ্জয়া ডি সিলভা‘র ৬১ ও দিনেশ চান্দিমাল-এর ৪৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে শ্রীলংকা। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩০ রান করে। ক্যারিবীয়দের হয়ে কার্লোস ব্রাথওয়েট ৪১, কাইল মায়ার্স ৪৫, রাকিম কর্নওয়াল ৩৯ ও জেসন হোল্ডার ৩৬ রান করেন।

শ্রীলংকা প্রথম ইনিংস থেকে ১৫৬ রানের লিড নেয়। সংগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে। লিড নেয় ৩৪৭ রানের। দ্বিতীয় ইনিংসে করুনারত্নে করেন ৮৩ রান। এছাড়া অ্যাঞ্জেল ম্যাথুস ৬৯ রান করেন। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে অলআউট হয় উইন্ডিজ।

শেষ ইনিংসে এনক্রুমাহ বোনার (৬৮) ও জসুয়া ডি সিলভা (৫৪) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কেউ রান করতে পারেননি। দুই ইনিংসে শ্রীলংকার রামেস মেন্ডিস নিয়েছেন ৮ উইকেট। প্রথম ইনিংসে জয়াবিক্রমা ৪টি ও দ্বিতীয় ইনিংসে লাসিথ এমবুলডেনিয়া ৪ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে রোস্টন চেজ ৫ উইকেট পান।

বিভি/এসএম

মন্তব্য করুন: