• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবারও কুমিল্লার অধিনায়ক ইমরুল

প্রকাশিত: ১৫:০০, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
এবারও কুমিল্লার অধিনায়ক ইমরুল

ছবি: ফাইল

বিপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। তামিম ইকবাল-এর সংগে সমন্বয় করে দলকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবারও ইমরুলকে দেওয়া হয়েছে কুমিল্লার নেতৃত্বভার।

বুধবার (১৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে ইমরুল কায়েস নেতৃত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘অফিসিয়ালি আমাকে কুমিল্লার অধিনায়ক করার বিষয়টি জানানো হয়েছে। আমিই অধিনায়কত্ব করছি।’

তিনি জানান, দলে বড় তারকা থাকলেই শিরোপার নিশ্চয়তা পাওয়া যায় না। তাঁর জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। বিদেশি ফ্যাফ ডু প্লেসি, স্থানীয় তরুণ মাহমুদুল জয়, পারভেজ ইমনদের সমন্বয়ে তাঁরা ভালো খেলার ব্যাপারে আশাবাদী।

ইমরুল বলেন, ‘ডু প্লেসি’র সংগে আমার নানান বিষয় নিয়ে কথা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের খুবই অভিজ্ঞ খেলোয়াড় তিনি। তাঁকেও আমি বাংলাদেশের উইকেট-কন্ডিশন নিয়ে ধারণা দিয়েছে। শুরুর উইকেট কেমন থাকে, শেষে কেমন থাকে। চট্টগ্রামের উইকেট কেমন এসব জানিয়েছি।’

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2