• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মেসিকে ফিরিয়ে আনতে বললেন আলভেস

প্রকাশিত: ১৯:৩৩, ১৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৯:৩৭, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
মেসিকে ফিরিয়ে আনতে বললেন আলভেস

ছবি: ফাইল

বার্সেলোনা’র ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস ৩৮ বছর বয়সে প্রাণের ক্লাবে ফিরে এসেছেন। তাঁকে ফিরিয়ে এনেছে কাতালানরা। তাহলে ৩৫ বছরের মেসি কেন নন? বার্সা‘য় মেসি‘র কাছের বন্ধু আলভেস মনে করেন, লিওকে ফিরিয়ে আনা উচিত বার্সা’র।

কাতালুনিয়ান রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বার্সা’র ইতিহাস সেরা রাইট ব্যাক বলেন, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার। বার্সা’য় থেকে তাঁকে না দেখা, দলে না পাওয়া অদ্ভূত ব্যাপার। সবকিছু অবশ্য স্বপ্নের মতো সবসময় ঘটে না।’

আলভেস বার্সা’য় থাকতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব তাঁকে প্রত্যাশিত চুক্তি দেয়নি। ব্রাজিলিয়ান তারকা জুভেন্টাস, পিএসজি, সাও পাওলো ঘুরে ক্যাম্প ন্যুতে ফিরেছেন। যাওয়ার সময় মেসি তাঁকে বলেছিলেন, ক্যাম্প ন্যু’র চেয়ে ভালো জায়গা পাবে না। সাবেক সতীর্থকে একই কথা ফিরিয়ে দিয়েছেন আলভেস।

আরও পড়ুন:
মেক্সির ঝড়ে বিগ ব্যাশের রেকর্ড ওলটপালট

তাঁকে ক্লাবে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে আলভেস বলেন, ‘মেসি বার্সা’য় ক্যারিয়ার শেষ করতে পারলে খুবই ভালো উদাহরণ হবে। তাঁর জন্য বড় উপহার হবে। বার্সা’র উচিত তাঁকে ফিরিয়ে আনা।‘ তিনি জানান, নামটা ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেস, ইব্রাহিমোভিচ কিংবা মেসি’র মতো কেউ হলে ৩৭-৩৮ বছরেও চুক্তি করাই যায়।

মেসি পিএসজি’র সংগে দুই বছরের চুক্তি করেছেন। প্যারিসে প্রথম মৌসুম কাটাচ্ছেন তিনি। ওই দুই বছরের পরে ভালো লাগলে পিএসজি’র সংগে আরও এক বছর থাকতে পারবেন তিনি। প্যারিসে দুই মৌসুম কাটানোর পর লিও’র বয়স হবে ৩৬। ক্যাম্প ন্যুতে অবসর উপহার দেওয়ার চিন্তা কাতালানরা করতেই পারে।

বিভি/এসএম

মন্তব্য করুন: