• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে রাব্বি

প্রকাশিত: ১১:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১১:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে রাব্বি

ছবি: টুইটার

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। শুরুতে বোলিং করছে তামিম ইকবাল-এর দল।

প্রথম এই ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী রাব্বির। পাঁচ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় নেওয়া হয়েছে ডানহাতি এই ব্যাটারকে।

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে। আফগানিস্তান দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে। ওপেনার হিসেবে তাঁরা একাদশে নিয়েছে ইব্রাহিম জাদরানকে। আছেন পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর, ইয়ামিন আহমেদজই, ফজল হক ফারুকি।

বিভি/এসএম

মন্তব্য করুন: