• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আরচারিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে সোনা জেতালেন রোমান-নাসরিন

প্রকাশিত: ১৫:২২, ১৯ মার্চ ২০২২

আপডেট: ১৫:২৭, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আরচারিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে সোনা জেতালেন রোমান-নাসরিন

রোমান-নাসরিন জুটি

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ফুকেটে চলমান টুর্নামেন্টের এই ইভেন্টে ভারতকে হারিয়ে এই সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

এবারের আসরে এটাই প্রথম সোনার পদক পেল বাংলাদেশ। এই ইভেন্টে ভারত পেয়েছে রূপা আর মালয়েশিয়া ব্রোঞ্জ জিতেছে।

শনিবার (১৯ মার্চ) ফাইনালে প্রতিপক্ষ ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। রোমান সানা-নাসরিন আক্তার জুটির কাছে পরাস্ত হয়ে সোনা খুঁইয়েছেন ভারতের রিধি ও সালেঙ্কে জুটি।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারায় স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও ৬-০ সেটে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

টুর্নামেন্টের রিকার্ভ মহিলা একক ইভেন্টের ফাইনালে উঠেছেন রোমান সানার সঙ্গী নাসরিন। ফলে আরেকটি সোনা জয়ের আশা রয়েছে নাসরিনের। ফাইনালে নাসরিন হারলেও সোনা অবশ্য বাংলাদেশেই আসবে। কেননা ওই ইভেন্টের ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশেরই দিয়া সিদ্দিকী।

বিভি/এজেড

মন্তব্য করুন: