• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

এবারের এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কায়, শুরু হবে ২৭ আগস্ট

প্রকাশিত: ১৭:৫৪, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
এবারের এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কায়, শুরু হবে ২৭ আগস্ট

এশিয়া কাপের শিরোপা

এ বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ওই আসরের প্রস্তুতি হিসেবে এবারের এশিয়া কাপ ক্রিকেটও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বসবে এশিয়ার সেরা হওয়ার এই ক্রিকেটীয় লড়াই। আগস্টের ২৭ তারিখে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।

আয়োজকরা বলছেন, মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে কুড়ি ওভারের ফরম্যাটেই খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার মতো দেশগুলো। 

টুর্নামেন্টের জন্য স্বাগতিক হিসেবে শ্রীলংকার নাম আগেই নির্ধারণ করা হয়েছিল। শনিবার (১৯ মার্চ) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলোর বার্ষিক সভায় টুর্নামেন্টটির দিনক্ষণ চূড়ান্ত হয়।

স্বাগতিক শ্রীলঙ্কাসহ এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত,আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে শুরু হওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

বাংলাদেশ এখনো এশিয়া কাপের শিরোপা জেতেনি। কিন্তু গত চার আসরের মধ্যে তিনবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তাই এবারের প্রত্যাশাটা একটু বেশিই থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2