• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

শ্রীলংকা সিরিজেই বিসিবির কাছ থেকে সুখবর পেলেন মোসাদ্দেক

প্রকাশিত: ২২:০৪, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শ্রীলংকা সিরিজেই বিসিবির কাছ থেকে সুখবর পেলেন মোসাদ্দেক

আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

শুক্রবার (২৯ এপ্রিল) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোসাদ্দেক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের মে মাসে।

দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। দুই দলের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ১৫ মে চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে অনুষ্ঠিত হবে মিরপুরে।
 
বাংলাদেশের ১৭ সদস্যের দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন সৈকত, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2