• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এক নম্বর থেকে বাংলাদেশকে সরিয়ে দিলো ইংল্যান্ড

প্রকাশিত: ০০:৪৬, ২৪ জুন ২০২২

ফন্ট সাইজ
এক নম্বর থেকে বাংলাদেশকে সরিয়ে দিলো ইংল্যান্ড

এক নম্বরে থাকার সময় আইসিসি এই ছবি পোস্ট করেছিল।

আগামী ২০২৩ বিশ্বকাপে অংশ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিসির সুপার লিগ। বেশ কয়েক মাস ধরে এই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপ ঘনিয়ে আসার আগেই এক নম্বরে থাকা বাংলাদেশকে সরিয়ে দিলো ইংল্যান্ড।

সুপার লিগে বাংলাদেশকে টপকে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ১২৫ পয়েন্ট। দুই নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ১২০। সুপার লিগের শীর্ষ দুই দলই খেলেছে সমান ১৮টি ম্যাচ, যার মধ্যে জয় ১২টিতে। বাংলাদেশের হার ৬টি ও ইংলিশদের হার পাঁচটিতে। 

তবে একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সেই ম্যাচের পয়েন্ট নিয়েই টাইগারদের ওপরে অবস্থান করছে ইংল্যান্ড। অপরদিকে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। ৪ ও ৫ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল শেষ হওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টিতে জয় পাওয়ায় শীর্ষে চলে গেল ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের রেকর্ড ভেঙে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ে। ওই ম্যাচে ৪৯৮ রান করে ইংল্যান্ড। টানা জয়েই এই উন্নতি ইংলিশদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2