• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিমন্ত্রীর দাবি তাঁর জীবনে দেখা সেরা উৎসব এটি

প্রকাশিত: ০০:২৯, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:৩১, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রতিমন্ত্রীর দাবি তাঁর জীবনে দেখা সেরা উৎসব এটি

নেপালে অনুষ্ঠিত ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২’এ বাংলাদেশ জাতীয় নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় এসে পৌঁছায়। অবিস্মরণীয় এ বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয় নারী  ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাজসিক অভ্যর্থনা জানানো হয়েছে । বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।

দেশে ফেরার পর বিমানবন্দরে কেক কেটে মিস্টি খাইয়ে ও ফুলের মালা দিয়ে সাফজয়ী নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান নিজেই সাবিনা-কৃষ্ণাদের মালা পরিয়ে দেন।

এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয় ফুটবলাররা। বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে নেওয়া হয় খেলোয়াড়দের । বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা প্রদান করা হয়। 

বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সানজিদার স্ট্যাটাসের প্রেক্ষিতে আমরা এই আয়োজন করতে পেরেছি। আমার জীবদ্দশায় দেখা বড় উৎসব ছিল আজ। সারা দেশবাসী এই উৎসবে সামিল হয়েছে। ভবিষ্যতে আরো বড় সফলতা ধরা দিবে এই মেয়েদের হাতে ধরে।

তিনি আরও জানান, আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন। মেয়েদের খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমেরিকায় ব্যস্ত সফরে থাকলেও এরই মধ্যে তিনি কয়েকটি মেসেজ দিয়েছেন। মেয়েদের এ সাফল্যের পেছনে মাননীয় প্রধানমন্ত্রী এর অসীম অনুপ্রেরণা ও সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2