• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জীবনের শেষ বিশ্বকাপ নিয়ে যা বললেন মেসি 

প্রকাশিত: ২২:৪০, ২১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
জীবনের শেষ বিশ্বকাপ নিয়ে যা বললেন মেসি 

কাতার বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করে মাঠে নামবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মেসি। দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে খেলে জিরোপা জিততে চাই। আগের থেকে ভালো খেলছি কি না জানিনা, তবে এই বিশ্বকাপ শেষ হিসেবে ধরেই খেলতে চাই। 

সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমি যেমনটা বলেছি, সত্যিই সুখী এখানে এসে। একটা দল হিসেবে ম্যাচে আমরা ভালো ফল করার চেষ্টা করব।’
মেসি বলেন, বিশ্বকাপের এই মঞ্চে আমরা একের পর এক ম্যাচ জিততে চাই। এখানে পুরো সময়টা উপভোগ করতে চাই। 
শিরোপা জয়ের ব্যাপারে মেসি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা এই বিশ্বকাপে জিরোপা জিততে সর্ব্বোচ্চ চেষ্টা করবো। আমাদের দলকে ধরে নিতে হবে পরবর্তী বিশ্বকাপে হয়ত আমরা নাও সুযোগ পেতে পারি। 

বয়সের কথাও মাথায় আছে এলএম টেনের। তাই তো সোজাসাপ্টাই বললেন, ‘যে কোনো ক্ষেত্রেই বয়স একটা বড় ব্যাপার। ধীরে ধীরে মানুষ আরও বেশি অভিজ্ঞ ও পরিপক্ক হয়। এখন আমি বুঝতে পারি যে উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

বিভি/এসআই

মন্তব্য করুন: