• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্রাজিলের গ্রুপের প্রথম ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ব্রাজিলের গ্রুপের প্রথম ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই

কাতার বিশ্বকাপের অভিযান এখনো শুরু করেনি হট ফেভারিট ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা-জার্মানির মুখ থুবড়ে পড়ায় জমে উঠেছে বিশ্বকাপ। ছোট দলগুলোর আক্রমণে বড় দলগুলো শঙ্কায় পড়েছে। 

‘জি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। আজ সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নেইমারের বিশ্বকাপ মিশন। এই গ্রুপের বাকি দুই দল ইউরোপের সুইজারল্যান্ড ও আফ্রিকার ক্যামেরুন। ‌‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেছে সুইজারল্যান্ডের।

আল ওয়াকরাহ সিটির আল জুনুব স্টেডিয়ামে ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল সুইসরা। ১-০ গোলের ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু প্রথমার্ধ পর্যন্ত কোনো গোলই দিতে পারেনি দুই দলের কেউই। বিরতির পর ৪৮ মিনিটে এসে জারদান শাকিরির দুর্দান্ত পাসে আসা বলটি ক্যামেরুনের জালে জড়িয়ে দেন ব্রিল এমবোলো।

এই গোলেই নির্ধারিত হয় জয়-পরাজয়। ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে জয় পেল সুইসরা। এই দুই দলের বিরুদ্ধেও গ্রুপপর্বে লড়তে হবে ব্রাজিলকে। দু’দলের আক্রমণ এবং রক্ষণভাগ হয়তো ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে ব্রাজিল বস তিতে। কেননা হেক্সা মিশনে এগিয়ে যেতে ক্যামেরুন-সুইজারল্যান্ডের সামনে লড়তে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2