• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপও খেলবে ৩২টি দল

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপও খেলবে ৩২টি দল

ক্লাব বিশ্বকাপের ট্রফি

মুল বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপেও ৩২ দল খেলবে বলে ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার (১৬ ডিসেম্বর) কাউন্সিল বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফিফা।

কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, ক্লাব বিশ্বকাপের আকার বাড়িয়ে ২৪ দলে উন্নীত করা হবে। তবে সেটাকে পূর্বাভাসের চেয়ে আরও বড় করে ৩২ দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ।

জাতীয় দলগুলোকে নিয়ে বর্তমানে যেভাবে ফুটবল বিশ্বকাপ হয়ে আসছে, একই ফরম্যাটে ৩২টি ক্লাব নিয়ে ২০২৫ সাল থেকে হবে এই প্রতিযোগিতা। মূল বিশ্বকাপের মতো এটাও চার বছর পর পর আয়োজন করা হবে।

ফিফা কাউন্সিলের বৈঠকের পর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনফান্তিনো আরও জানিয়েছেন, এবারের ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোতে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের ক্লাব বিশ্বকাপ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2