বিপিএল ২০২৩: দেখে নিন ঢাকা ডমিনেটর্স দল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অপেক্ষার পালা শেষের পথে। রাত পোহালেই শুক্রবার (৬ জানুয়ারি)। আর এদিন থেকে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। ৭ দলের এই আসরের অন্যতম দল ঢাকা ডমিনেটর্স।
শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। শুরুর আগে আসুন জেনেই নিই ঢাকা ডমিনেটর্সের স্কোয়াড ও ম্যানেজমেন্ট।
ঢাকা ডমিনেটর্স: টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ এই দল এবার ক্রিকেটার দিয়ে আশা পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে তাসকিনের কাঁধে নেতৃত্ব দিতে চাইলেও ট্রফি উন্মোচনের সময় নাসিরকে অধিনায়ক বানিয়েছে ম্যানেজমেন্ট।
ঢাকার মূল শক্তি পেস। তাসকিন আহমেদের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। যদিও তাকে ২০ জানুয়ারির আগে পাওয়া যাবে না। এ ছাড়া দেশি পেসার আল আমিন, শ্রীলংকান চামিকা করুণারত্নে ও পাকিস্তানি পেসার সালমান এরশাদ আছেন স্কোয়াডে।
ব্যাটিংয়ে দেশিদের মধ্যে আছেন সৌম্য সরকার, নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন। ব্যাট হাতে রানের দায়িত্ব নিতে হবে দুই পাকিস্তানি আহমেদ শেহজাদ ও শান মাসুদকে। শ্রীলংকার চামিন্দা ভাস আছেন প্রধান কোচের দায়িত্বে। আর মেহরাব হোসেন অপি আছেন ঢাকার টিম ম্যানেজারের দায়িত্বে।
টুর্নামেন্টের দ্বিতীয়দিন শনিবার (৭ জানুয়ারি) মাঠে নামবে ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
স্কোয়াড: বাংলাদেশি: তাসকিন আহমেদ,মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান। বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ, উসমান গনি, সালমান এরশাদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: