বিপিএল ২০২৩: দেখে নিন সফল দল কুমিল্লার স্কোয়াড

রাত পোহালেই শুরু হবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অপেক্ষার পালা শেষের পথে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। ৭ দলের এই আসরের অন্যতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সবচেয়ে সফলও তারা।
শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। শুরুর আগে আসুন জেনেই নিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড ও ম্যানেজমেন্ট।
গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লায় দেশিদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান, মোসাদ্দেক এবং ইমরুল কায়েসের মতো তারা। তবে বিদেশি শক্তি নির্ভর কুমিল্লায় তারকার ছড়াছড়ি।
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও ডেভিড মালানদের মতো জনপ্রিয় তারকাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। তবে তাদের পুরো মৌসুম পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে। কুমিল্লা দলের কোচের দায়িত্বে আছেন সালাউদ্দীন আহমেদ।
টুর্নামেন্টের প্রথমদিন শুক্রবার (৬ জানুয়ারি) মাঠে নামবে কুমি। নিজেদের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মিরপুরের মাঠে সন্ধ্যা ৭.১৫টায় শুরু হবে ম্যাচটি।
ভিক্টোরিয়ান্স স্কোয়াড- দেশি: মোস্তাফিজুর রহমান, আবরার আহমেদ, আবু হায়দার রনি, আশিকুর জামান, হাসান আলী, ইমরুল কায়েস, জাকের আলী, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, সৈকত আলী, তানভীর ইসলাম।
বিদেশি: খুশদিল শাহ, ব্রেন্ডন কিং, জশ কব, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, মোহাম্মদ রিজওয়ান, চ্যাডউইক ওয়ালটন, সেন উইলিয়ামস ও ডেভিড মালান।
বিভি/এজেড
মন্তব্য করুন: