• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সত্যি হলো গুঞ্জন, আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

প্রকাশিত: ১৭:১৪, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সত্যি হলো গুঞ্জন, আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে। ফাইল ছবি

গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আবারও ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। 

জানা গেছে, আগামী দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন হাথুরুসিংহে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই লঙ্কান কোচ।

চুক্তির আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার খবরটি আজ নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস। 

এর আগে দুই ধাপে সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। নিজ দেশ শ্রীলঙ্কার কোচও ছিলেন। এরপর ২০২০ সালে আবার নিউ সাউথ ওয়েলসে ফিরে যান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: