টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ডটবল করার রেকর্ড এখন সাকিবের

সাকিব আল হাসান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। এদিন মোট ১৮টি ডেলিভারি দিয়ে ৯টি বলে কোনো রান খরচা করেননি। আর তাতেই নতুন রেকর্ড গড়েছেন। সেই রেকর্ডের শীর্ষে সাকিব।
এই ম্যাচেই নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে পেছনে ঢেলে দিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের ১৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ ডট বল করা বোলার এখন সাকিব আল হাসানের।
মিরপুরে আজকের ম্যাচে ৯টি ডট বল দেওয়ার পর সাকিবের মোট ডটবলের সংখ্যা ৯৩৯টি। আর ৯৩৭টি ডট বল টিম সাউদির।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সাকিব ১১১ ইনিংসে মোট বল করেছেন ২ হাজার ৪২৭টি। ৬.৮১ গড়ে রান খরচা করেছেন ২৭৫৫। আর ২১.১৯ গড়ে উইকেট নিয়েছেন ১৩০টি। ১৮.৬ স্ট্রাইকরেটে ব্যক্তিগত সর্বোচ্চ বোলিং ফিগার ৫/২০। ক্যারিয়ারে ৪ উইকেট নিয়েছেন ৫ বার আর ৫ উইকেট নিয়েছেন ১ বার।
বিভি/এজেড
মন্তব্য করুন: