হাসানের বোলিং তোপে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড

হাসান মাহমুদের বোলিং তোপে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০২ রানের। সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ৪৪ রান। আইরিশ ইনিংসের শুরুতে ধাক্কা দেন হাসান মাহমুদ। এরপর আইরিশ শিবিরে হানাদেন তাসকিন ও ইবাদত।
এদিন টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের রেকর্ড রান সংগ্রহের পর এদিন শুরুতে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে রীতিমত ধুকছিলো আইরিশরা। টাইগার পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০১ রানে অলআইট হয়ে যায় আয়ারল্যান্ড। হাসান মাহমুদ ৮.১ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩টি এবং ছয় ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: