অভিষেকে ২৪ বলে হাফ সেঞ্চুরি রনির, বড় স্কোরের পথে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ডের ফুলঝুরি অব্যাহত রেখেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে নিজেদের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। আগ্রাসী বাটিংয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার।
তবে অতি আত্মবিশ্বাসী লিটন থেমে গেছেন ব্যক্তিগত মাইলফলকের একটু আগেই। তাতে রনির সঙ্গে তার ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে। এরপর আক্রমণে যাওয়ার লক্ষ্যে ঝোড়ো ব্যাটিং করতে গিয়ে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে অপর ওপেনার রনি তালুকদার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটির দেখা পেয়ে গেছেন। মাত্র ২৪ বলেই ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটার। এরপর ব্যক্তিগত ৬৭ রানের আউট হন রনি তালুকদার।
গ্রাহাম হুমের স্লোয়ারে পরাস্ত রনি। হালকা সুইং করা বলে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন রনি, কিন্তু ব্যাটে বলে এক হয়নি। সরাসরি আঘাত করে উইকেটে। সমাপ্তি ঘটে দারুণ এক ইনিংসের। ফিফটি পেয়েছিলেন ২৪ বলে, পরে ১৪ বলে করেন ১৭ রান। আউট হন ৩৮ বলে ৬৭ রানে। তার ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৩টি ছয়ে। তার সঙ্গে জুটি বেঁধে তরুণ ব্যাটার শামীম হোসেন পাটওয়ারী ২০ বলে ২ চার ও ১ ছয়ে করেন ৩০ রান।
এর আগে ব্যাট হাতে দেশসেরা ওপেনার লিটন দাস ২৩ বলে ৪৭ ও শান্ত ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে গেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৯২ রান করেছে টাইগাররা।
বিভি/এইচএস
মন্তব্য করুন: