• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রোনালদোর সামনে বক্সিং রিংয়ে জ্বলে উঠলেন জোশুয়া

প্রকাশিত: ১২:০৫, ২৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রোনালদোর সামনে বক্সিং রিংয়ে জ্বলে উঠলেন জোশুয়া

ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেয়ে উজ্জীবিত হেভিওয়েট বক্সিং তারকা এন্থনি জোশুয়া। রিয়াদ কিংডম অ্যারেনায় প্রতিপক্ষ অট্টো ওয়ালিনকে ছয় রাউন্ডের আগেই করলেন ধরাশায়ী। 

সম্মিলিত ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপের আগে নিজেকে ভালো মতোই ঝালিয়ে নিলেন দুইবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন জোশুয়া। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রাক বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বৃটিশ তারকা বক্সার কোন সুযোগই দেননি প্রতিপক্ষ সুইডিশ তারকা অট্টো ওয়ালিনকে। 

তার আক্রমণে ম্যাচে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের মাঝেই হার মেনে নেন ওয়ালিন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেনোটে ওয়াইল্ডার। আমেরিকান এই তারকা হেরে গেছেন নিউজিল্যান্ডের জোসেফ পার্কারের কাছে। 

এক বছরের বেশি সময় পর রিংয়ে নেমে ওয়াইল্ডার ছন্দ খুঁজে পাননি। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নেন কিউই তারকা পার্কার। আট রাউন্ড শেষে তাকে জয়ী ঘোষণা করেন বিচারকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2