• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজই শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই

প্রকাশিত: ১৩:০০, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৬:০১, ২৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজই শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই

ভারত-দক্ষিণ আফ্রিকা গ্র্যান্ড ফাইনাল আজ শনিবার (২৯ জুন)। ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। প্রথমবার ফাইনালে ওঠা প্রোটিয়ারা ইতিহাস গড়তে চায় শিরোপা জিতে। ২০০৭ প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের সুযোগ দ্বিতীয়বার ট্রফি জয়ের। 

দুর্দান্ত টিম স্পিরিট টিম ইন্ডিয়া ও প্রোটিয়াদের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে দু'দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল টানা আট ম্যাচে অপরাজিত রোহিত শর্মা ও এইডেন মার্করামের দল। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করে ভারত। প্রথমবার সেমিফাইনাল খেলা আফগানিস্তানকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে শেষ হাসি হাসবে কে?

ভারতের ব্যাটিং ছন্দে আছেন রোহিত শর্মা,সুরিয়া কুমার যাদব, বিরাট কোহলী, হার্দিক পান্ডিয়ারা। আসরে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ২৪৮ রান রোহিত শর্মার। আর্শদ্বিপ সিং, বুমরাহ, কুলদ্বিপ যাদবদের বোলিংয়ে আগুনের ঝলক। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারে ১৫ টি নিয়ে দ্বিতীয়তে আছেন আর্শদ্বিপ সিং। বুমরাহ'র উইকেট ১৩টি। 

২০০৭ এ প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের চোখ দ্বিতীয় শিরোপায়। দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত। কিন্তু টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি কোন বিশ্বকাপই জেতা হয়নি তার। ২০০৭ থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি আসরেই খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অধিনায়ক হিসেবে প্রথমবার বৈশ্বিক কোন আসরের ট্রফি জিততে চান রোহিত শর্মা। 

আইসিসি ট্রফিতে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দলটির নাম দক্ষিণ আফ্রিকা। কিন্তু বারবার শেষ চারে এসে থেমে যাওয়ায় তাদের গায়ে লেগে যায় 'চোকার' বদনাম। ১৭ বারের চেষ্টাতেও ফাইনাল খেলতি পারেনি কোন বৈশ্বিক আসরে। তবে এবার সে বদনামকে মুছে দিয়ে প্রথমবার আইসিসির কোন ইভেন্টে স্বপ্নের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। টি-টোয়োন্টি বিশ্বকাপের ট্রফি জিতে নতুন ইতিহাস গড়ার আশা এইডেন মার্করামদের। 

ফাইনালে গুরু দায়িত্বটা থাকবে কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ক্লাসেনদের উপর। বোলিংয়েও জ্বলে উঠতে প্রস্তুত নরকিয়া, রাবাদারা। টি-টোয়েন্টির পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে ভারত। দু'দলের ২৬টি লড়াইয়ে ১৪টি জিতেছে টিম ইন্ডিয়া। ১১টিতে প্রোটিয়ারা। ১টি হয় পরিত্যক্ত।টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচের ৪টিতে জয় ভারতের, দুটিতে দক্ষিণ আফ্রিকার। 

কেনসিংটন ওভালের উইকেট ব্যাটিং বান্ধব। সহায়তা পাবেন পেসাররা। সাম্প্রতিক পরিসংখ্যানে স্পিনারদের চেয়ে পেসারদের সাফল্যই বেশি। এই মাঠে টস বড় ফ্যাক্ট। জয়ের পাল্লা ভারি আগে ব্যাটিং করা দলগুলোর। বৃষ্টির শংকা আছে বার্বাডোজের আবহাওয়ায়। তবে রিজার্ভ ডে আছে ফাইনালের। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2