এটাই প্রথম নয়, আগেও প্রথম ম্যাচ হেরে ফাইনাল খেলেছে আর্জেন্টিনা

সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপের সূচনা করলো আর্জেন্টাইনরা। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পনির শিকার হচ্ছেন মেসিদের অনেক সমর্থক। কেউ কেউ ডুবছেন হতাশার অমানিশায়। তবে হয়তো তারা জানেন না, এটাই প্রথম নয়। এর আগেও অন্তত ৬ বার প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপযাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। এর মধ্যে তারা সবশেষ প্রথম ম্যাচে হেরেছিল ১৯৯০ সালে। হার দিয়ে শুরু হওয়া সেই বিশ্বকাপে ফাইনালে লড়েছিল টিম আর্জেন্টিনা।
তথ্য বলছে, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা। তারপর ১৯৩৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল লা আলবিসলেস্তেরা। ৩-২ গোলে সুইৎজারল্যান্ডের কাছে হারে তারা। এই টুর্নামেন্ট নক আউট পর্ব থেকেই শুরু হওয়ার কারণে প্রথম ম্যাচ থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। একই ঘটনার পুনরাবৃত্তি হয় ১৯৫৮ সালে। তৎকালীন পশ্চিম জার্মানির বিরুদ্ধে তিন গোল খেয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। ১৯৭৪ সালে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ২-৩ গোলে হারে আর্জেন্টিনা। এরপর ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হারে। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার সৌজন্যে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন:
ভক্তদের প্রত্যাশা এবারও হোক নব্বইয়ের পুনরাবৃত্তি। কেননা ১৯৯০ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারলে অবশ্য লিওনেল মেসিদের নিয়ে আশাবাদী হওয়াই যায়। কেননা, সেবার ক্যামেরুনের কাছে আর্জেন্তিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে ওঠে আর্জেন্তিনা। যদিও কাপ জিততে পারেনি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্তিনা। সোভিয়েত ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারানোর পর রোমানিয়ার সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। সেবার গ্রুপে তৃতীয় স্থানে থাকলেও অন্য গ্রুপগুলিতে তিন নম্বরে থাকা দলগুলির তুলনায় পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে নক আউট পর্বে যায় আর্জেন্টিনা। প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল ১-০ গোলে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে যুগোস্লাভিয়াকে হারায়। সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে ম্যাচের ফল ১-১ থাকার পর টাইব্রেকারে জয়লাভ করে আর্জেন্টিনা। যদিও ফাইনালে পশ্চিম জার্মানি ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। অনেকেই মনে করেন জোর করে সেবার রানারআপ করা হয়েছিল আর্জেন্টিনাকে।
আরও পড়ুন:
বিভি/কেএস
মন্তব্য করুন: