সুপার এইটের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে প্রোটিয়াদের জয়

টস জিতে যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যরোন জোন্স দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়া রাত সাড়ে ৮টার মেচে প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৪ রান। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১৭৬ রান।
এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক করেছেন ৪০ বলে ৭৪ রান ও এইডেন মার্করাম করেছেন ৩২ বলে ৪৬ রান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হয়ে আন্দ্রেস গাউস অপরাজিত থেকে করেছেন ৪৭ বলে ৮০ রান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, তিস্তান স্টবাস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে ও তাবরাইজ শামসি।
যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, আন্দ্রেস গাউস (উইকেটকিপার), অ্যারন জোন্স (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জাসদীপ সিং, নসথুস কেনজিগে, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: