বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান মারা গেছেন

বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (১৯ মে) অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঊনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার মুনজিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাভিশনে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও স্থানীয় সংবাদদাতাদের কাছেও আস্থার জায়গা ছিলেন। তার মৃত্যুতে বাংলাভিশন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কর্মস্থল, বাংলাভিশন প্রাঙ্গণে চোখের জলে শাফিন খানকে শেষ বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সেখানে বিকাল ৪টায় নামাজে জানাজা শেষে খুলনায় নিয়ে যাওয়া হয় শাফিন খানের মরদেহ।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে দশটায় খুলনার তালতলা জামে মসজিদের ( রয়েল মোড় থেকে রূপসার দিকে যাওয়ার সময় বাম হাতে একটু ভেতরে) সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টুটপাড়া কবরস্থানে শাফিনের দাফন সম্পন্ন করা হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: