খুলনায় চিরনিদ্রায় শায়িত বাংলাভিশনের সাংবাদিক শাফিন খান

বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খানের দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে সরদার জামে মসজিদের ইমাম সালমান বিন আমীন শাফিন খানের জানাজা পড়ান।
দ্বিতীয় জানাজায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক হামিম রাহাত, প্রেসক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাফিন খানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: