• NEWS PORTAL

  • শনিবার, ২৪ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রথমবারের মতো ‘ফুড রেসকিউ’ ফিচার চালু করল ফুডি

প্রকাশিত: ১৩:১৪, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবারের মতো ‘ফুড রেসকিউ’ ফিচার চালু করল ফুডি

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা গ্রুপের ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডি’ এবার তাদের অ্যাপে যুক্ত করল একটি যুগান্তকারী ফিচার ‘ফুডি রেসকিউ’। 

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ‘আন-ডেলিভারড’ অর্থাৎ কোনো গ্রাহক অর্ডার বাতিল বা গ্রহণ না করলে তা অন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে আরও সাশ্রয়ী মূল্যে পুনরায় কিনতে পারবেন। 

এর ফলে যেমন খাবারের অপচয় কমবে, তেমনি গ্রাহকদের জন্য তৈরি হবে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ার সুযোগ।

‘ফুডি রেসকিউ’ ফিচারটি এখন থেকে ফুডির সকল ডেলিভারি জোনে কার্যকর। কোনো অর্ডার বাতিল বা গ্রাহক গ্রহণ না করলে সেটির জন্য অ্যাপে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং সেই খাবারটি সাশ্রয়ী মূল্যে পুনরায় কেনার সুযোগ পাবেন অন্য গ্রাহকরা। 

বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সাসটেইনেবল এবং গ্রাহকবান্ধব উদ্যোগ চালু করে ফুডি হয়ে উঠল অনন্য একটি ফুড ডেলিভারি অ্যাপ।

এ সম্পর্কে ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি মানুষের দৈনন্দিন ব্যস্ত জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক। ‘ফুড রেসকিউ’ আমাদের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি খাবার অপচয় রোধে সচেতন ভূমিকা রাখতে পারব।’

এই ফিচারের মাধ্যমে এখন থেকে ফুডি গ্রাহকরা আরও সাশ্রয়ে সুস্বাদু খাবার পেতে পারেন। একইসঙ্গে সাসটেইনেবল খাদ্য ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও কাজ করবে নতুন এই উদ্ভাবন।

ফুডি ২০২৪ সালে দেশের ফুড ডেলিভারি খাতে এক নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভি/ এসআই

মন্তব্য করুন: