বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা।
মঙ্গলবার (১ জুলাই) সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল ও নির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল হালিম , কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) উপস্থিত ছিলেন।
বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: