গৌরীপুরে আয়াশ বেকিং অ্যাকাডেমি’র যাত্রা শুরু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আয়াশ বেকিং অ্যাকাডেমি। শুক্রবার (৪ জুলাই) জমকালো আয়ােজনের মধ্য দিয়ে আয়াশ বেকিং অ্যাকাডেমির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এই বেকিং অ্যাকাডেমির সকল কোর্সে উদ্বোধনী অফার হিসেবে গ্রাহকদের জন্য সীমিত সময়ের জন্য ১০% ডিসকাউন্ট থাকছে।
গৌরীপুর বাজারের আলী টাওয়ারের ৫ম তলায় আয়াশ বেকিং অ্যাকাডেমির অফিসে ফিতা ও কেক কেটে এ অ্যাকাডেমির উদ্বোধন করেন আয়াশ বেকিং অ্যাকাডেমি’র কর্ণধার ও মেন্টর সালাউদ্দিন হাসিব নির্জয়।
আয়াশ বেকিং অ্যাকাডেমির উদ্বোধন প্রসঙ্গে সালাউদ্দিন হাসিব নির্জয় বলেন, ‘বেকিং পৃথিবী জুড়ে অনেক জনপ্রিয় একটি শিল্প। বাংলাদেশেও এর বিপুল চাহিদা রয়েছে। কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের বেকিং সংক্রান্ত বিভিন্ন কোর্স শেখানোর বিষয়টিকে বিবেচনা করেই গৌরীপুরে আয়াশ বেকিং অ্যাকাডেমির যাত্রা শুরু। আয়াশ বেকিং অ্যাকাডেমি থেকে গ্রাহকরা বিভিন্ন ধরনের কোর্স করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’
আয়াশ বেকিং অ্যাকাডেমি থেকে গ্রাহকরা বিভিন্ন ধরনের কোর্স শিখতে পারবেন। এর মধ্যে রয়েছে প্রফেশনাল কেক মেকিং ও ডেকোরেশন কোর্স, প্রফেশনাল লাইভ বেকারি, ব্রেড ও বান তৈরি, পিজ্জা মেকিং কোর্স, ওয়াফল ও মোমো মেকিং কোর্স, ফন্ডান্ট কেক মেকিং ও ডেকোরেশন কোর্স এবং আইসক্রিম মেকিং কোর্স।
সালাউদ্দিন হাসিব নির্জয়ের নেতৃত্বে এ অ্যাকাডেমিতে রয়েছে একদল দক্ষ প্রফেশনালস। বিস্তারিত জানতে যোগাযোগ করুন
উল্লেখ্য, আয়াশ বেকিং অ্যাকাডেমির মেন্টর সালাউদ্দিন হাসিব নির্জয়ের বেকিং খাতে দক্ষতার সাথে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি সৌদি আরব ও কাতারের বিভিন্ন ফাইভ স্টার হোটেলে সুনামের সাথে দীর্ঘদিন কাজ করেছেন।
বিভি/এআই
মন্তব্য করুন: