বিজি ইন্টারেক্টিভে কোম্পানি উপদেষ্টা হলেন মুয়িয তাসনিম ত্বকী

মোঃ মুইজ তাসনিম ত্বকীকে কোম্পানি উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে বিজি ইন্টারেক্টিভ। তিনি বর্তমানে বিজি ইন্টারেক্টিভ লিমিটেডের মূল প্রতিষ্ঠান অ্যাজাইল মাইন্ডস সলিউশনস লিমিটেডের গ্রুপ চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠানটি বলছে, বিজি ইন্টারেক্টিভ লিমিটেডের উৎকর্ষতা সাধনে নতুন দায়িত্বে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানে প্রবৃদ্ধিতে অবদান রাখবেন।
বিজিআই তথ্য প্রযুক্তি খাতে দীর্ঘদিন থেকে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে কাজ করছে। প্রযুক্তি বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে নতুন প্রযুক্তি ও ইনোভেশনে অঙ্গীকারাবদ্ধ প্রতিষ্ঠানটি। দেশের মানব সম্পদ কে বিদেশে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি নিয়ে কাজ করছে বিজিআই।
এর আগে মুইজ তাসনিক ত্বকী দেশে বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে দেশের সাইবার স্পেসকে সুরক্ষিত রাখতে অবদান রেখেছেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: