• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশিত: ২২:৪১, ২০ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

ছবি: ফাইল ফটো

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় কবিতা পরিষদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন  কমিটির নেতারা বলেছেন, জাতীয় কবিতা পরিষদ আর কোনো স্বৈরাচারের নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হবে না। প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্যে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসবের আয়োজন করবে জাতীয় কবিতা পরিষদ। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

এর আগে ১৪ আগস্ট এক সভায় জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী  মোহন রায়হানকে আহ্বায়ক এবং রেজাউদ্দিন স্টালিনকে সদস্যসচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় কবিতা উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’। জাতীয় কবিতা পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন করা দলদাস ও দালালদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবি জানানো হয়, জাতীয় কবিতা পরিষদের দখলদার আওয়ামী সরকারের লেজুড়বৃত্তিকারী নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশের। অভিযুক্তদের দুর্নীতির তদন্ত ও আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। আগামী জাতীয় কবিতা উৎসব আয়োজন পর্যন্ত সারাদেশে নিয়মিত কবিতা পাঠের আসর, সেমিনার-সিম্পোজিয়াম ও প্রকাশনার উদ্যোগের কথাও জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান ও সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন।  

কমিটির সদস্যরা হলেন- আবু সালেহ, মতিন বৈরাগী, জরিনা আখতার, হাসান হাফিজ, শাহ কামাল, সলিমুল্লাহ খান, জাহাঙ্গীর  ফিরোজ, মাহমুদ কামাল, গোলাম শফিক, শাহীন রেজা, শামীমা চৌধুরী, কামরুজ্জামান, আসাদ কাজল, ইরাজ আহমেদ, কুদরাতে খোদা, শ্যামল জাকারিয়া, লুৎফুল বাবু, শান্তা মারিয়া, শাহীন চৌধুরী, রফিক হাসান, সৈয়দ রনো, আফসারী আমিন, আদিত্য নজরুল, মানব সুরত, শওকত হোসেন, নূরুন্নবী সোহেল, এবিএম সোহেল রশীদ, জামসেদ ওয়াজেদ, বাবু হাবিবুল, রোকন জহুর, সুমনা নাজনীন, ইমরান মাহফুজ, জুননু রাইন, মোহসীন সৈকত, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, পলিয়ার ওয়াহিদ, আবিদ আজম, সাম্য শাহ, শফিক সেলিম ও আলমগীর নিষাদ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2