• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

প্রকাশিত: ১৯:০৯, ৮ মে ২০২৩

আপডেট: ১৯:১৫, ৮ মে ২০২৩

ফন্ট সাইজ
কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

কথা সাহিত্যিক সমরেশ মজুমদার

প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণের কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। 

সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টা দিকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান সাহিত্যিক সমরেশ মজুমদার। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

জানা গেছে, শ্বাসনালীর সংক্রমণ ছাড়াও সমরেশ মজুমদার গত প্রায় এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা রয়েছে। 

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ। শৈশবও কেটেছে জলপাইগুড়ি জেলার ওই চা-বাগান এলাকাতেই। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি 'উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ' বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: