• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাড়া

সালা উদ্দিনের বাপের জুতা

লুৎফর রহমান রিটন

প্রকাশিত: ১৭:৪৫, ১১ মে ২০২৩

আপডেট: ১৭:৪৬, ১১ মে ২০২৩

ফন্ট সাইজ
সালা উদ্দিনের বাপের জুতা

ছবি/ মাসুক হেলাল

গলায় তোমার ঝুলছে দেখি দুর্নীতি আর 'পাপের জুতা' 
তুমিই কি না দেখতে চাইছো সাংবাদিকদের 'বাপের জুতা'!
দেখতে পাচ্ছো? চতুর্দিকে নিন্দা-ঝড়ের হাজার জুতা?
পায়ে তোমার চামড়া তো নয় ঝাঁ চকচকে 'গাঁজার জুতা'! 


ক্ষমতা আর টাকার জোরে কী ভয়ানক সাইকো তুমি! 
চিরস্থায়ী নও তুমি, আজ আছো কাল নাইকো তুমি।
উন্মাদনায় মানুষজনকে করিও না তুচ্ছ তুমি
ক্ষমা চেয়েও পার পাবে না ওহে দাম্ভিক বুঝছো তুমি?
পায়ের জুতা উঠলে গলায় এলিটটাকেও 'চোর লাগে' না?  
আমার লাগে। লাগার কথা। আপনি-তুমি-তোর লাগে না?
(পাগলটাকে চিকিৎসা দাও আর দেরি নয়, দ্রুত দ্রুত
সার্জারি তার ম্যান্ডাটরি, চিকিৎসা দাও প্রতিশ্রুত...)   
০৫ মে ২০২৩ 

মন্তব্য করুন: