• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মা হলো এক স্নিগ্ধ নহর

লুৎফর রহমান রিটন

প্রকাশিত: ২০:৩৩, ১৪ মে ২০২৩

ফন্ট সাইজ
মা হলো এক স্নিগ্ধ নহর

মা

দূর প্রবাসে মা দিবসে--  
একলা একা কাঁদি বসে।
সঙ্গে আছে মায়ের দোয়া।
মায়ের স্মৃতি মায়ের ছোঁয়া
জড়িয়ে রাখে অষ্টপ্রহর, 
মা হলো এক স্নিগ্ধ নহর। 
বাঁধন ছিঁড়ে যায় না ছেড়ে
জড়িয়ে থাকে সন্তানেরে। 
জড়িয়ে থাকে সন্তানেরে,  
বাঁধন ছিঁড়ে যায় না ছেড়ে।

 
মা হলো এক স্নিগ্ধ নহর 
জড়িয়ে রাখে অষ্টপ্রহর।
মায়ের স্মৃতি মায়ের ছোঁয়া-- 
সঙ্গে আছে মায়ের দোয়া।
একলা একা কাঁদি বসে,  
দূর প্রবাসে মা দিবসে। 
অটোয়া ১১ মে ২০১৯

মন্তব্য করুন: