লন্ডনে বাপ্পীর একাদশ একক চিত্র প্রদর্শনী

দেশের জনপ্রিয় চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী। একাধারে তিনি একজন চিত্রশিল্পী ও নাট্য নির্মাতা। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনেক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা।
আগামী ৫ জুন (সোমবার) বিকাল ৫টায় ইংল্যান্ডের লন্ডন বার্কিং অ্যান্ড দাগেনহাম লাইব্রেরি গ্যালারীতে বাপ্পীর একাদশ একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন বাপ্পী নিজেই।
চিত্রশিল্পীর নিজস্ব বিশেষ কৌশল এবং নান্দনিকতা নিয়ে বাংলাদেশি বিষয়বস্তু শোভা পাবে শিল্পীর প্রত্যেকটি চিত্রে। প্রদর্শনীতে শিল্পী বাপ্পীর মোট ২০টি চিত্রকর্ম স্থান পাবে। এর আগে বাপ্পী দেশে এবং বিদেশে তার দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীয়ম ওয়ার্ড কাউন্সিলার মুহিব চৌধুরী। এছাড়াও স্থানীয় শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। ‘অনন্ত যাত্রা-৩’ শিরোনামে শিল্পী নাজমুল হক বাপ্পীর এই একাদশ একক চিত্র প্রদর্শনী চলবে এক মাসব্যাপী।
বিভি/রিসি
মন্তব্য করুন: