চট্টগ্রামে আলুর বাজারে অভিযান
চট্টগ্রামে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর চাঁন্দগাওয়ের কামাল বাজার এলাকায় আলুর আড়তগুলোতে এ অভিযানের নের্তৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরীন আক্তার।
অভিযানে মূল্য তালিকা ও ক্রয় রশিদে অসঙ্গতি থাকায় দুটি আড়তকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। আড়তগুলোতে সরকারি নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার প্রমাণ পায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এসময় ফেনী বাণিজ্যলয়কে ৩০ হাজার টাকা ও আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের সতর্কও করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: