• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যা, শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যা, শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে শারীরিক নির্যাতন করে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে সোমবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বমুবিলছড়ি এলাকা থেকে মাদ্রাসার শিক্ষক রিদোয়ানুল হককে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, নিহত শাবিব শাইয়ান (১১) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত ২৩ শে মার্চ প্রতিদিনের মতো সকাল ৬টায় শাবিব শাইয়ান’কে বাসা থেকে মাদ্রাসায় দিয়ে আসেন। পরবর্তীতে রাতে ছেলেকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসার গেইটের সামনে গেলে মাদ্রাসার প্রধান শিক্ষক জানান তার ছেলেকে বাথরুমে প্যান্টের বেল্ট গলায় দিয়ে বাথরুমের টাওয়াল স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় ৩ জনকে এজাহার নামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব আরো জানায়, প্রাথমিক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করলেও পরবর্তীতে লাশের ময়নাতদন্তে নিহত ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে আঘাতের প্রমাণ পাওয়া যায় এবং অনৈতিকভাবে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের আলামত পাওয়া যায়। 
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2