• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান

‘গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবে’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫২, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবে’

ছবি: সংগৃহিত

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করারও আহ্বান জানান তিনি। 

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মো. জহুরুল আলম, শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2