• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের ক্লাব সুপার মার্কেটের সমানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু, দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করেছেন আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু গং। এরই ধারাবাহিকতায় গত চলতি বছরের ১০ অক্টোবর বৃহস্পতিবার ভাংচুর ও জোরপূর্বক দোকানঘর উচ্ছেদ করে তারা। আর এতে বাধা দিতে গেলে নারীদের উপরো হামলা চালায় তাদের সস্ত্রাসী বাহিনী। ভাংচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন।

বক্তারা আরও বলেন, এর ১০ মাস আগেও একইভাবে জোরপূর্বক উচ্ছেদ, দখল ও মারধর করা হয় যার প্রতিটিতে প্রত্যক্ষ মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। পাশাপাশি সাবেক এই এমপি’র লোকজন থানায় গিয়ে ভূক্তভোগীদের নামে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করেছে। আর এতে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তৃণমূল বিএনপি নেতাকর্মীর ব্যানারে মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাউন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাফেক আলী উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2