ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন
অবৈধভাবে বালু তোলায় ৩৭ ড্রেজার মেশিন জব্দ

ছবি: সংগৃহিত
অবৈধভাবে বালু তোলার দায়ে ফেনী জেলার সীমান্তবর্তী ফেনী নদীতে অভিযান চালিয়ে বালু তোলায় ব্যবহৃত ৩৭টি ড্রেজার মেশিন জব্দ করেছে বিজিবি। এর মধ্যে চারটি মেশিন ও বালু তোলার বেশকিছু সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
এছাড়াও, অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। রবিবার রাত থেকে সোমবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত চলে এ অভিযান।
বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে জব্দ মেশিনগুলোর মধ্যে ৩৩টি মেশিন ছাগলনাইয়ার ইউএনওর হেফাজতে দেওয়া হয়েছে।
আটক ব্যক্তি মো. শাহাদাত হোসেন (৩৫) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার মো. ছুট্ট মিয়ার ছেলে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: