• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একজোড়া পাঠাসহ খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
একজোড়া পাঠাসহ খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দুইটি পাঠাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫) সীমান্ত অতিক্রম করে লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন। এসময় তিনি পাঠা ছাগল কিনে ভারত ফেরার চেষ্টাকালে বৌদ্ধমনিপাড়া বিওপি অধীনস্থ ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।

আটকের সময় তার সঙ্গে দুটি পাঠা ছাগলও জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত প্রক্রিয়া চলছে। আজ তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: