• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৭:১০, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তার কন্যা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নাসির উদ্দিন আহম্মেদ যাদু, নুরতাজ আলম বাহার, সত্যেন কান্তি পন্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদিন কায়সার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।

এর আগে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তার নাতি মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশীদ সামিউল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.আব্দুল করিম, হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রিডিয়ার জেনারেল ডা: জুলফিকার আহম্মেদ আমিনী, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে. কর্নেল জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট ও ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজিত হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।

এদিন স্মৃতিচারণ করতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, আমার বাবা ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবন দর্শন আমার চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।

তিনি আরও বলেন, বাবা আমাদের দুই বোনকে ভালোবাসতেন অপরিসীম। তার অভাব আমাকে প্রতিনিয়তই নাড়া দেয়। আজ মায়ের দিকেই ভরসা, যিনি বাবার সাফল্যের মূল নেপথ্য শক্তি ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: